ত্রৈমাসিক মানবাধিকার প্রতিবেদন : এপ্রিল-জুন ২০২১

২০২১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিযে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে তাদের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে এবং এক কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা চালু করেছে। ফলে এই সময় পর্যন্ত দেশের মানবাধিকার পরিস্থিতির কোন উন্নতি হয়নি। এই প্রতিবেদনটিতে নাগরিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনসহ রাষ্ট্রীয় নিপীড়ন, জীবনের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যালোচনা করা হয়েছে।

এখানে এখানে ক্লিক করলে সম্পূর্ণ প্রতিবেদন বাংলায় দেখতে পাবেন।

This post was originally published on News – Odhikar.